print this page

অবাস্তব কল্পনা


Image result for অবাস্তব কল্পনা

 অবাস্তব কল্পনা

কওমী মাদরাসাগুলো হারামখোর কমিটিমুক্ত৷ আলেমগন তাদের হালাল টাকায় মাদরাসাগুলো পরিচালনা করছেন এবং কমিটির সেক্রটারি ও সভাপতি আলেমগনই৷
ইলমে দীনের খেদমতে আলেমগন ব্যবসার লভ্যাংশ দান করেন এবং তালেবে ইলমদের ভাতা দেওয়া হচ্ছে৷

অবাস্তব কল্পনা

কওমী মাদরাসাগুলো হারামখোর কমিটিমুক্ত৷ আলেমগন তাদের হালাল টাকায় মাদরাসাগুলো পরিচালনা করছেন এবং কমিটির সেক্রটারি ও সভাপতি আলেমগনই৷
ইলমে দীনের খেদমতে আলেমগন ব্যবসার লভ্যাংশ দান করেন এবং তালেবে ইলমদের ভাতা দেওয়া হচ্ছে৷

অবাস্তব কল্পনা

জাতীয় সংসদে ২০০ আসনে নির্বাচিত আলেম ওলামা৷
স্পিকার একজন সুন্নতের পাবন্দ৷
ইসলামবিরোধী শক্তি ইসলামের সৌন্দর্য বোঝে বিরোধীতা কমিয়েছে৷ দেশ দুর্নীতিমুক্ত৷ বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে৷

অবাস্তব কল্পনা

কওমী মাদরাসা শিক্ষকদের সর্বনিম্নের বেতন বা ওজিফা 50000 টাকা৷
প্রতি জেলায় পূর্ণ অনাবাসিক একটি মানসম্পন্ন মাদরাসা৷
যে মাদরাসার সাথে পরিবার ও সমাজের সম্পর্ক সুদৃঢ়

অবাস্তব চিন্তা

শহরের কেন্দ্রীয় মসজিদে
যুবকদের জন্য কুরআন ও দীন শিক্ষার পরিকল্পিত দরস শুরু৷
স্কুল কলেজের ছাত্রদের জন্য খেলার সামগ্রী মসজিদের হুজরায়৷
শিশুদের জন্য খেলনা৷
মুসলিম যুবকরা খেলার ফাঁকে নামায আদায় করছে মসজিদে৷
যুবকদের বিয়ে ও ওলিমা মসজিদের কমিউনিটি সেন্টারে৷
ইসলামী নাশিদ বাজবে ওলিমায় ইউদাউট মিউজিক৷
প্রতিটি মসজিদে উন্মুক্ত পড়ার ব্যবস্থা৷ লাইব্রেরি৷
10/3/2016

অবাস্তব চিন্তা

ইসলামী ইউনিয়ন
মুসলিম উম্মাহর ৫৭টি রাষ্ট্র নিয়ে একটি ইসলামী ইউনিয়ন হয়েছে৷ কারেন্সি অভিন্ন৷ অভিন্ন সামরিক বাহিনী৷ কেন্দ্রীয় ব্যাংক ইসলামী অর্থনীতির বাস্তবায়ণ৷
একটি শূরা কাউন্সিল৷ সব রাষ্ট্রের প্রধানরা শূরার সদস্য৷
আমীরে শূরা হলেন খলীফাতুল মুসলিমীন৷
ইউরো
ইউরোপীয় ইউনিয়ন হতে পারলে
কেন পারবে না মুসলিম ইউনিয়ন?
12/4/2016
খলীফা বাড়ি
ময়মনসিংহ

অবাস্তব চিন্তা

শুনলাম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হবে পরীক্ষার মাধ্যেমে৷
মন চাচ্ছে বাংলাদেশ থেকে আমিও পরীক্ষা দিবাম৷
নির্বাচিত হইতে পারলে ভেটো পাওয়ার খতম কইরা ফেলবাম৷
হি হি হা হা হু হু

অবাস্তব কল্পনা

জমিয়ত, ইসলামী আন্দোলন , খেলাফত মজলিসের , ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন কেন্দ্রীয় নেতৃবর্গ ঢাকার বাইরে এক বড় মসজিদে ইতিকাফে বসেছেন৷ দশদিনের জন্য তাঁরা মসজিদে বন্দী থাকবেন৷
রমযানের উদারতার পরিবেশে নিজেরা উম্মাহর স্বার্থে এক হয়ে কাজ করার ভাবনা করবেন ইবাদতের ফাঁকে৷
সারা দেশের কর্মীরা হাদিয়া পাঠাবেন দুধ কলা৷
ঠান্ডা মাথায় ভাববেন কেন্দ্রীয় নেতৃবর্গ এ দেশের ভবিষ্যৎ ও ইসলামের উন্নতি নিয়ে৷
অসম্ভব?

অবাস্তব কল্পনা

জমিয়ত, ইসলামী আন্দোলন , খেলাফত মজলিসের , ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন কেন্দ্রীয় নেতৃবর্গ ঢাকার বাইরে এক বড় মসজিদে ইতিকাফে বসেছেন৷ দশদিনের জন্য তাঁরা মসজিদে বন্দী থাকবেন৷
রমযানের উদারতার পরিবেশে নিজেরা উম্মাহর স্বার্থে এক হয়ে কাজ করার ভাবনা করবেন ইবাদতের ফাঁকে৷
সারা দেশের কর্মীরা হাদিয়া পাঠাবেন দুধ কলা৷
ঠান্ডা মাথায় ভাববেন কেন্দ্রীয় নেতৃবর্গ এ দেশের ভবিষ্যৎ ও ইসলামের উন্নতি নিয়ে৷
অসম্ভব?

অবাস্তব চিন্তা

ইংলিশ ভার্সন কওমী মাদরাসা
কওমীর সকল কিতাব ইংলিশে অনুবাদ করা হবে৷ শুরু হবে ইংলিশ ভার্সন কওমী মাদাসা৷
কোরআন তরজমা ইংলিশে হবে৷ তালীমুল ইসলামের ইংরেজি তরজমা কে করবে?
অলীক কল্পনা? অবাস্তব চিন্তা?
অবাস্তব চিন্তার রয়্যালেিট দিয়ে তো একটি মোঠোফোন কেনা হবে!
জটিল চিন্তায় চটুল কথা বললাম৷ প্যাচ যেন না লাগে মাথায়৷ এ দেশে চিন্তার ও চিন্তকের মূল্য ও রয়্যালিটি নেই৷
দুই,
16
দিন থেকে বিচ্ছিন্ন আমি৷ 
পিয়াের মোবাইল কেমন আছো?
তোমার জন্য থানায় জি ডি করেছি৷ ডি বি তে গিয়েছি৷ শোকর আমাকে গেরেফত করে নি তাহারা৷
মনে পড়ে আমার লেখার সেই যন্ত্রটির কথা৷
অন্যের মোবাইলে লিখলাম৷
টাকাহীন পৃথিবীর কায়েদে মিল্লাত আমি তাই মোবাইল কেনা হচ্ছে না৷
Labib Abdullah
         


0 মন্তব্য(গুলি)

অণু চিন্তা

Related image








অণু চিন্তা 

মসজিদ বানাও
জান্নাতে তোমার ঘর হবে…
মসজিদটি নেত্রকোনা জেলার জামধলা বাজারে ৷ কংশের তীরে৷ কংশ একটি নদীর নাম৷
নদীর পাড়ের মসজিদ৷ ছলছল স্রোত বয়ে যাচ্ছে৷ পাল তোলা নৌকা৷ নানা রকম মাছ৷ বিলুপ্তপ্রায় প্রজাতির কিছু মাছ পাওয়া যায় এই কংশে৷
আল্লাহর ঘর মসজিদ৷ যে আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়৷ হাদীসে বর্ণিত হয়েছে এই ঘর নির্মাণের কথা৷
আমরা কত ভবন বানাচ্ছি৷ শহরের মসজিদে অপ্রয়োজনে টাইলস ও এসি ফিট করছি৷ বাথরুমেও টাইলস৷ আগামীতে মনে হয় মসজিদের বাথরুমেও এসি লাগানো হবে৷ কিন্তু জামধলার এই মসজিদের মতো হাজার হাজার মসজিদ অবহেলিত৷ অবহেলিত এই মসজিদের মতো ইমাম মুআজ্জিনরাও৷ বিলুপ্তপ্রায় মসজিদের মকতবও৷
শহরের ধনিক বনিক বা দীনদার ধনিকরা যদি গ্রামের মসজিদের একটু খবর রাখতো!
জামধলার এই মসজিদের জন্য কেউ যদি ইট শুরকি দিয়ে ওয়াল বানিয়ে দিতো!
রব,
তুমি আমারে কিছু টাকা দাও আমি এক ট্রাক ইট পাঠিয়ে মসজিদের দেয়ালটা তৈয়ারে সহযোগিতা করি৷
যে জাতি মসজিদ মাদরাসা অবহেলা করে তাদের বাহ্যিক উন্নতি হলেও অশান্তিতে থাকে মন, পরিবার ও সংসার৷
ঈদের আগে বেড়াতে গিয়ে ছিলাম এই কংশ তীরে৷
৩০/৯/১৫
মঙ্গলবার
ছুটির দিনে
শেরপুর

 অণু চিন্তা

সুদূর পথের যাত্রী ও ব্লক…
জীবনের যত ভুলের ভুল নম্বর ফোর পাঠ করে "সুদূর পথের যাত্রী "আমাকে কিছু শেষ নসীহত তরে মরার পথের যাত্রী হয়েছে৷ সে আমাকে ব্লক করেছে৷
আমি কিছু দিন থেকে ভাবছিলাম যার নামের ঠিক পরিচয় নেই ছদ্মবেশী তাকে ফেন্ডলিস্ট থেকে বাদ দেবো৷ ছদ্মবেশী বন্ধু ভালো না৷
আজ থেকে আমার ছদ্ম নামের কথিত ফেইসবুক বন্ধু টন্ধুকে বাদ দেওয়া শুরু করলাম৷
আমার চিন্তার সুত্র না বুঝে আমার কথার শেষ না বুঝে যারা আমার সম্পর্কে হুকূম লাগায় তারা হুকুম জারী করুক এটি তাদের অধিকার৷ আর সরল গরল মনের ব্যথা বলে যাওয়া আমার অধিকার৷ অধিকারের সীমা ও সীমান্ত আমার জানা আছে আলহামদুলিল্লাহ৷
সাহিত্য নিয়ে লেখালেখি নিয়ে গর্ব অহং এর কিছু নেই৷
অহং ও আমিত্ব আত্মার ব্যাধি৷ রোগ৷ চিকিৎসা জুররী৷
তবে খুদী দর্শণ ও অহমিকা এক নয়৷ ফরাক বুঝতে হবে৷
আমি ঘোষিত মোল্লা৷ পোষাকে মোল্লা৷ চলনে মোল্লা৷ বলনে মোল্লা৷ অতীতে মোল্লা৷ ফিলহাল মোল্লা৷ আগামীর মোল্লা৷
মোল্লার খুদি থাকতে পারে কিন্তু অহমিকা থাকা উচিৎ নয়৷
সেই ব্লকদাতা আমি সাহিত্যের অহংকার করি তা বলিল৷
আজ অনু চিন্তা সিরিজের ১নং লেখায় অণুর জায়গায় অনু লিখলাম৷ কবি ওয়ালিউল ইসলাম ইনবক্সে অণু লিখতে বলল৷
তসহীহ করলাম৷
যে অণু লিখতে ভুল করে সে সাহিত্যের অহমিকা করে বিষয়টা বুঝলাম না৷
মেয়েরা সুন্দরি চেহারা নিয়ে বড়াই করে জানতাম৷ মালের বড়াই করে মূর্খ ধনিকরা৷
সাহিত্যিকগন সাহিত্য নিয়ে অহমিকা করেন তা জানতাম না৷
ও হে সুদূরের যাত্রী,
তোমার কথায় সু নেই৷
কুকথা ভালো না৷
মোল্লা ও লেখকের খুদি থাকবে৷
আল্লামা কবি ইকবালের খুদি ফালসাফা পড়া যেতে পারে৷
এই সমাজে মোল্লার খুদি থাকলে মোল্লা উন্নতি হবে৷ অগ্রগতি হবে৷ সমাজ এগিয়ে যাবে৷ সমাজে চৈন্তিক বিপ্লব হবে৷
মোল্লা হোক পড়ার মোল্লা৷ কাজের মোল্লা৷ মসজিদেও মোল্লা সমাজেও মোল্লা৷
জীবনে যত ভুল লিখছি খাঁটি মোল্লা হওয়ার অভিলাসে৷
সমাজে ও দেশে প্রয়োজন মোল্লা আলী কারী, মোল্লা জিয়ূন মোল্লা নিজাম উদ্দীন সাহালবী এবং মোল্লা মুহাম্মদ ওমর৷ রাহিমাহুমুল্লাহ৷

অণু চিন্তা 

ইরান ও ইসরাইল…
ইরানের ৭৯ সালের বিপ্লব কি শিয়া বিপ্লব ছিলো না ইসলামী বিপ্লব?
ইসরাইলের যায়নবাদী ইহুদী বা ইরানের ইবনে সাবার গোষ্টীর মাঝে কি কোনো পার্থক্য আছে?
ইরান এটম বোমার মালিক হলে মুসলিম উম্মাহর লাভ কি?
এসব চিন্তার শেষ সীমানা পাচ্ছি না৷
তবে শিয়াদের জানতে হলে পড়তে হবে আল্লামা মনজুর নোমানী রহ এর গবেষণা ইরানী ইনকিলাব আওর শিয়া… উর্দু বইটি৷
"আলমিলাল ওয়ান নিহাল" কিতাবটিও পড়া যেতে পারে৷
মিনা ট্র্যাজেডি নিয়ে খামেনাঈই ও ইরানী আলখেল্লা থেকে বাজে মন্তব্য আসছে৷ হজে গিয়ে তারা কি করে তা প্রকাশ করা উচিৎ৷
মুতা বিয়ে কী তাও বলা উচিৎ৷ তাকিয়ানীতিও জানা প্রয়োজন৷
২৯/৯/১৫
মঙ্গলবার
শেরপুর

অনুচিন্তা

এই বছর ঈদে মিলাদ

মিলাদে যীশু এক তারিখেই!
আজ ঈদে মিলাদ
ও বড় দিন৷
নবীজীর জন্ম ছিলো সোমবার৷
আজ জুমাবার৷
বাইবেলের কোথাও কি আছে
যীশুর জন্ম শীতকালে?
কুরআন বলে ঈসা আ: জন্ম গ্রীস্মকালে হয়েছে৷
সুরা মারয়াম পড়লে তা বুঝা যায়৷
তাহলে আমরা কিসের ঈদ ও বড় দিন পালন করছি?
বিষয়টি গবেষণার৷

অণুচিন্তা

শিক্ষা আইন এবং আমার ব্যর্থতা…
শিক্ষা আইন 2016 বার বার পড়ছি৷ পিডিএফ ২৩ পৃষ্টা৷
কওমী মাদরাসা নিয়ে কোনো নির্দেশনা খোঁজে পাচ্ছি না প্রস্তাবিত আইনে৷
কওমীর কী হবে ভাবছি৷
ভাবছি কওমীর কথা কি সবাই ভুলে থাকে৷ ঐতিহ্যবাহী এই শিক্ষাধারাও কি এই আইনের অধীনে?
স্বতন্ত্র কোনো নির্দেশণা কি তৈয়ার করা হয়েছে না কি আগের মতোই চলবে তারও কিনারা পাচ্ছি না৷
আলেমদের মতামতের ভিত্তিতে কওমীর উন্নয়ণ হোক৷
কওমী মাদরাসা না থাকলে দেশ হবে দ্বিতীয় স্পেন৷
মধ্যএশিয়ার দশা৷
আমার বিশ্বাস এই আইনের বাইরে কওমী মাদরাসা৷
Labib Abdullah

আমাদের ফেজবুক পেইজ

0 মন্তব্য(গুলি)

অণুচিন্তা

Related image






অণুচিন্তা

স্বাধীনতা দিবস
এবং পতাকার প্রতি ভালোবাসা
স্বাধীনতা ও জাতীয় দিবসকে যথাযথ মর্যাদা দিয়ে উদযাপন করতে হবে৷ লাল সবুজের পতাকাকে নিয়ামত মনে করে ভালোবাসতে হবে৷
প্রতিটি মাদরাসায় উদযাপিত হোক আমাদের গৌরবের স্বাধীনতা দিবস৷
সকল শহীদের রুহের জন্য দুআ করা হোক এবং কুরআন তিলাওয়াত৷ তবে কোনো রাজনৈতিক দলের অফিসে টাকার বিনিময়ে মাইকে কুরআন তিলাওয়াত নয়৷
এই দেশ আমার
এই মাটি আমার
লাল সবুজের পতাকা আমাদের গৌরবের প্রতীক৷
সংবিধানে ইসলাম বহাল রাখতেই হবে৷
পতাকার মর্যদা দিতেই হবে সকল মাদরাসায়৷
মাদরাসা স্বাধীনতার দূর্গ ছিলো অতীতেও
আগামীতেও৷ মাদরাসার হাজার বছরের ইতিহাসে
কখনও স্বাধীনতাবিরোধী ছিলো না৷
যারা মাদরাসাপড়ুওয়াদের স্বাধীনতাবিরোধী মনে করে তারা বিকৃত ইতিহাসের কথা কয়৷
ইংরেজ হটাও আন্দোলনে মাদরাসার বালাকোট, শামেলী রয়েছে৷ 1947 সালে পূর্ব ও পশ্চিম পাকিস্থানের পতাকা উড্ডীন করেছেন দুজন আলেম৷ স্বৈরচারবিরোধী প্রতিটি আন্দোলনে অগ্রগামী সৈনিক ছিলেন মাদরাসাপড়ুওয়ারা৷
বাংলাদেশের স্বাধীনতায় আলেমদের রয়েছে গৌরবময় ভূমিকা৷
আমাদের স্বাধীনতা ইসলামের বিরোধীতার কথা বলে অর্জিত হয়নি৷
যারা এইসব বলেন তারা ইতিহাসের বিকৃতি করেন৷
আমার দেশের প্রতি ইঞ্চি মাটি
আমাদের জায়নামায৷
মিনারে মিনারে আওয়াজ আল্লাহু আকবার৷
মিনার মাথা উঁচু করেই থাকবে এই দেশে৷
শহীদ মিনার আরবী শব্দ৷
শহীদ মিনারের অনুবাদ কি স্মৃতিসৌধ?
সৌধ ও মিনার কি এক?
সালাম সালাম হাজার সালাম
শহীদ ভাইয়ের…
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা…
ইসলাম সকল পরাধীনতা থেকে মানুষকে মুক্ত করে৷ ইসলামে অণ্য জাতীর গোলামী নেই৷
ইসলাম সকল চৈন্তিক দাসত্বের বিরুদ্ধে৷
মুসলিমরা স্বাধীনতাকে ভালোবাসে৷
26/3/2016

অণুচিন্তা

রাষ্ট্রধর্ম ইসলাম আদালতে
কী করবো আজ ?
এক
বৃটিশ ঔপনিবেশের আগে সুবে বাংলার আদালত, আদালতের পরিভাষা, কে বিচারক হতেন, কীভাবে বিচার হতো তা ইতিহাস থেকে জানার চেষ্টা করবো৷ এবং বর্তমান বিচারব্যবস্থা নিয়ে তোলনামূলক পড়ালেখা করবো৷
দুই
যে উপমহাদেশে ফতুয়ায়ে আলমগীরী রচিত হলো সেটি আদালত থেকে কেন শুধু কিতাবের তাকে এবং ইফতাবিভাগে
শুধু তা নিয়েও ভাববো৷
তিন
বৃটিশের আগ্রাসনের পূর্বে
বৃটিশের আগ্রাসনের পর
এবং বালাকোট, শামেলি, ফরায়েজি আন্দোলন, বাঁশেরকেল্লা, টিপু সুলতানের সংগ্রামের ইতিহাসগুলো তালেবে ইলমকে জানাবো৷ আজকে এটিই আমার দরস
চার
আমার আমলি কমজুরি আছে৷ তবুও গোনাহর অনুভূতি ও আপরাধী হয়ে দরবারে ইলাহীতে কান্না করবো যেন
এই দেশে সংবিধানে শুধু নামে ইসলাম নয় শরীয়াহর আলোকে পরিচালিত করার যোগ্য লোক তৈয়ারে আমার ভূমিকাটুকু রাখতে পারি৷
ক্ষমতার কোনো অংশেই কেন আলমগন নেই তা নিয়েও একটু চিন্তা করবো৷
পাঁচ
কেউ রাজপথে থাকবে কি না তা তাঁর বিষয়৷ আমি রাজপথে থাকবো একা হলেও৷ তবে হরতালে সমর্থক হয়ে নয়৷ আমি এই আন্দোলনে শান্তিপূর্ণ পন্থার বিশ্বাসী৷ ইসলাম মানেই শান্তি৷ ইসলামে দাওয়াহর যে প্রসস্ত অঙ্গন তা নিয়ে ভাববো৷ আদলতের বিচাপকগনও মাদউ৷ তাদেরকেও ইসলামের সৌন্দর্যের দাওয়াত দিতে হবে শুধু আদালতে বোমা মেরে কিছুই হবে না এ দেশে৷
যারা বোমা মারে আমি সমর্থন করি না তাদের৷
ছয়
আমি বাংলাদেশকে আরও ভালোবাসবে এবং লাল সবুজের পতাকাকে সম্মান জানাবো৷ দেশের ভালোবাসা থেকে পাকিস্থানি চিন্তা বা দিল্লির চিন্তা করি না আমি৷ আমার মাটি আমার৷ এই মাটিকে রক্ষার জন্য আমার জীবনবাজি রাখবো৷ সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাসী না হয়ে মুসলিম উম্মাহর দরদি হবো৷
তবে এই দেশে পকিস্থান পাকিস্থান বলে লাভ নেই৷ ভারতও আপন নয়৷ বিশ্বায়ণের সমস্যাগুলো জানতে হবে আমাকে৷
দেশের প্রতি ভালোবাসা থেকে সংবিধান কীভাবে শরীয়াহভিত্তিক হয় সে চিন্তা করবো৷ এটি বুদ্ধিবৃত্তিক ও দাওয়াতি বিষয় এবং কিছুটা রাজনৈতিকও৷
সাত
আমি খতীব হিসেবে এবং শিক্ষক হিসেবে মুসল্লি ও ছাত্রদেরকে দেশপ্রেম শিখাবো এবং ইসলামে দেশপ্রেমের সীমা ও ইসলামপ্রেমের সীমাও জানাবো৷ সবাই যার যার অঙ্গনে দায়িত্বশীল৷ আমি আমারটুকু করবো
আট
শান্তপূর্ণ সকল দলগুলোর আন্দোলন সমর্থন দেবো তবে জঙ্গিপনাকে নয়৷ এই সময় জঙ্গিপনার নয়৷ আন্তর্জাতিক ষড়যন্ত্র তা জাতিসংঘের হোক বা মিশনারি তৎপরতা তা জানার চেষ্টা করবো এবং আমার দেশের জনগনকে জানাতে চেষ্টা করবো৷
এবং ইসলামের সৌন্দর্য সব মহলে বলতেই থাকবো দাওয়াহর চেতনা নিয়ে৷
সকল ইখতেলাফ থেকে আপাতত নিশ্চুপ৷
ঐক্যবিরোধী সকল কাজ থেকে বিরত থাকবো৷
নয়
ইসলাম পরিপূর্ণ এটি বিশ্বাস করে কুরআনের দাওয়াত দেবো৷ ব্যাক্তি থেকে সংসদ ও আদালত৷ সুন্নাহ যে মুক্তির রাজপথ তা সবাইকে বলবো খন্ডিত দাওয়াতকে যথেষ্ট মনে করবো না৷
আমিই সত্য সব বাতিল এবং আমি যা করি সেটিই ঠিক আর সব নাহক ও বাতিল এই মনোভাব বর্জন করবো৷
দশ
এই দেশে সকল স্থরে আলেমদের অবস্থান থাকুক এবং ইসলামী স্কলারদের প্রভাব জাতীয় পর্যায়ে হোক সেই চেষ্টা করবো৷
এই আদালত আমাদের
এই জনতা আমাদের
এরা না বোঝে যা করছে তাদেরকে কাফের মুরতাদ নাস্তিক ঘোষণা দেবার আগে দাওয়াত দেবো৷ সংলাপ করবো৷ পড়া লেখা করতে বলবো ইসলাম নিয়ে৷
এবং ইসলামের প্রয়োজনে জান, মাল ইযযত আল্লাহর রাহে বিলিয়ে দেবো
হে আল্লাহ
তুমি শুধু বাচালতা নয়
এইসব কাজ করার তৌফিক দাও৷
তোমার দীনের মর্যদা তুমিই রাখো
আমরা বান্দাহ তোমার৷
তুমি তোমার বান্দাহ হিসেবে ইসলামের জন্য কবুল করো৷
তালীম তাবলীগ তাযকিয়া ও জেহাদের সমন্বত আকীদায় এগিয়ে যাবার তৌফিক দাও৷
28/3/2016
মুসলিম উম্মাহর কান্নার দিন আজ
সংবিধানে ইসলাম বহাল না থাকলে
দ্বিতীয় স্পেন৷


0 মন্তব্য(গুলি)

অণুচিন্তা

Image result for চিন্তা






অণুচিন্তা

বাংলাদেশের
একটি গ্রাম৷
যে গ্রামের বাসিন্দাগন 100% কুরআন তিলাওয়াত করতে পারেন সহীহভাবে৷

অণুচিন্তা

রাষ্ট্রধর্ম এবং গনভোট…
যে রাষ্ট্রের 90% মুসলিম৷
সে রাষ্ট্রের গনতন্ত্রিক দাবি রাষ্ট্রের ধর্ম হবে ইসলামই৷
অন্যথা গনতন্ত্র গনতন্ত্র জপ বন্ধ হোক৷
যারা ধর্মকে রাষ্ট্র থেকে বাদ দিতে বলে তাদের শতকরা হার কত?
গনভোট দেওয়া হোক৷

অণুচিন্তা

মানবপ্রকৃতির ধর্ম ইসলাম
পানির ধর্ম আছে
জলের ধর্ম আছে৷
ধর্ম আছে হাওয়ারও৷ ধর্ম আছে লোহারও৷
ধর্ম আছে বিজ্ঞানের নানা পদার্থের৷
রাষ্ট্ররও ধর্ম থাকতে পারে৷
মানবপ্রকৃতির ধর্ম ইসলাম৷
বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম৷
যারা রাষ্ট্রধর্ম বাদ দিতে বলে তারা কি সংবিধান মানলো?
সংবিধানের বিরুদ্ধ যারা কথা বলে তারা কি দেশের কল্যানকামী?
90% মুসলিমের চেতনার বিরুদ্ধে যারা ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে এরা কি সভ্য?

অণুচিন্তা

শিকড় মাকতাবাতুল ইসলাম
সাহিত্য পুরস্কার
প্রতি বছর রবিউল আউওয়াল মাসে
শিকড় মাকতাবাতুল ইসলাম
বা শিকড়…
সাহিত্য পুরস্কার
চালু করা যেতে পারে৷

অণুচিন্তা

বাংলাদেশের সংবিধানে
রাষ্ট্রধর্ম ইসলামই থাকবে - এই দাবিতে
২৭ মার্চে
সকল মসজিদ মাদরাসা এবং তাবলিগী
রাজনৈতিক অরাজনৈতিক ধার্মিকগন
হাতে হাত রেখে পৃথিবীর সেরা মানববন্ধন করতে পারেন৷
সহিংস নয় শান্তিপূর্ণ দাবি৷
সব কিছু নিয়ে রাজনীতি নয়৷
প্রাণের দাবি
জনতার দাবি
এ দেশের সংবিধানে ইসলাম থাকবে৷
ইসলাম যার যার ধর্ম পালনে স্বাধীনতায় বিশ্বাসী৷
তবে দাওয়াহ কার্যক্রম চলবে৷ জবরদস্তি নয় ইসলাম গ্রহণের ক্ষেত্রে৷ ইসলামী ইতিহাস এর জীবন্ত প্রমাণ৷
আমাদের ফেজবুক পেইজ
0 মন্তব্য(গুলি)

অণুচিন্তা

Related image





অণুচিন্তা

যে ব্যাক্তি
যে সমাজ
যে দেশ
আল কুরআনুল কারীমকে সম্মান করে এবং বাস্তবায়ণ করে কুরআনী বিধান
সে ব্যক্তি, সমাজ ও দেশ প্রকৃত উন্নতির স্বাধ অনুভব করে৷
কুরআন উন্নতি অগ্রগতির চাবিকাঠি৷
কুরআনহিীন জীবন পশুর মতো৷ অশান্তির৷ পশ্চাদপদ৷
কুরআনুল কারীমের তিলাওয়াত, তাফসীর, দরসের আবহে কাটুক আমাদের জীবন৷
হামেলে কুরআনের সম্মান করার তৌফিক দাও
এ দেশের সরকারকে ইয়া রব৷ তৌফিক দাও সকল দেশকেও৷
তৌফিক দাও এই সমাজকে কুরআনের বাহকদের যথাযথ সম্মান করার৷
কুরআনের বসন্তে জীবন হোক ফুলেল৷
আমাদের প্রতিদিনের রুটিনে কুরআন তিলাওয়াত অন্তর্ভুক্ত হোক৷

অণুচিন্তা

শিশুকে মারবে কেন?
আমরা কি আফ্রিকার সেই বর্বর জাতিতে পরিণত হচ্ছি দিনে দিনে৷ জাহেলি সমাজ ফিরিয়ে আনছি শিশু হত্যা করে৷
ইসলামী চেতনা না থাকলে মানুষ বর্বর হয়৷
ইসলামে শিশু অধিকার নিয়ে আলোচনা করা হোক৷
শিশুরা নিষ্পাপ৷ শিশুরা ফুল৷
শিশুকে তাঁর বেঁচে থাকার অধিকার দাও তার মতো করে৷
(বাসাতেই ভাইবোন খুন
প্রথম আলো
2/3/2016)

অণুচিন্তা

শিশু অধিকার নিয়ে জুমাপূর্ব আলোচনা হতে পারে৷ খতীবগন বড় মিডিয়া দেশের৷
ইসলামে শিশু অধিকার নিয়ে সমাজকে সচেতন করতে হবে৷
শিশুকে ফুলের মতো ভালোবাসো৷

অণুচিন্তা

আপনি বাসার ডিজাইন করছেন? বহুতল ভবনের৷
নিজ তলায় বা একটি ফ্লাট রাখতে পারেন মকতবের জন্য৷
ভবনের শিশুরা কুরআন পড়বে৷
কুরআন ঘরে না থাকলে অনাবাদ সেই ভবন৷ তা হোক আকাশছোঁয়া৷ গগনচুম্বি৷
ভূমিকম্পও হতে পারে কুরআন না থাকলে৷

অণুচিন্তা

আলোর পথে
2009 সালে নিয়ত করে ছিলাম এবং প্রতিজ্ঞা জীবনে কমপক্ষে 55 জন মানুষ যেন আমার হাতে আলোর সন্ধান পায়৷ এর একটি প্রেক্ষাপটও আছে৷
কাতারের ওযারাতুল আওকাফে শাহাদাহ দিচ্ছেন 50 জন৷
আলোর দিগন্তে ওরা৷
ইসলাম সবার জন্য
কুরআন সবার জন্য
এবং নবীজী সবার জন্য৷
দীনের দাওয়াতের জন্য সংগঠন প্রয়োজন নেই৷
আপনি ও আমি এবং সে সবাই এই দাওয়াহ কাজ করতে পারি৷

অণুচিন্তা

সালাম
হে রিক্সাওয়ালা ভাই…
দৃশ্যটি কয়েক দিন আগের৷
জামাতে শরীক হয়েছেন রিক্সাওয়ালা৷
রিক্সা চুরির ভয় হয়তো তাই নামায রিক্সাতেই৷
এটি আমাকে আবেগী করেছে৷
আমি এমন বাংলাদেশ কল্পনা করি
100% নামাযী ও হালাল রিযিকসন্ধানী হবেন যে দেশের নাগরিক৷
সালাম তোমাকে হে হালালসন্ধানী রিক্সাওয়ালা ভাই৷
দৃশ্যটি ঢাকার৷ মসজিদের নগরীর৷
12/3/2016

আমাদের ফেজবুক পেইজ
0 মন্তব্য(গুলি)

অণুচিন্তা

Image result for চিন্তা


অণুচিন্তা

হেসভ্যতা
কথা ক!
সাম্প্রদায়িকতা
সন্ত্রাসবাদ
জঙ্গীবাদ
মৌলবাদ
এই শব্দগুলোর শাব্দিক ও পারিভাষিক অর্থ ও সংজ্ঞা কী?
আন্তার্জাতিক অঙ্গনে পরিচিত অভিধান কী বলে এসব নিয়ে৷
এই শব্দগুলো কি শুধু মসলিমদের জন্যই?
মুক্তচিন্তা
উদারবাদ
অসম্প্রদায়িক
বুদ্ধিজীবী
এই শব্দগুলোর অর্থ কী?
এগুলো কি সব মিস্টারগন?
মোল্লারা কি মুক্তচিন্তা, অসম্প্রদায়িক
উদার ও বুদ্ধিজীবী হতে নিষেধ?
এই শব্দাবলীর একটি অভিধান কিনতে চাই
কোথায় পাবো?
জাতিসংঘের কি কোন প্রকাশিত অভিধানে পাবো এই শব্দাবলীর অর্থ?
ওআইসির কোনো অভিধান কি আছে এ বিষয়ে?
দাদার দেশের কোনো অভিধানে কি পাবো এর সংজ্ঞা?
ভাবছি
নিজেই কি একটি ডিকশনারি লিখবো কি না?
হে সভ্যতা
আমাকে এই শব্দগুলোর অর্থ ক

অণুচিন্তা

পীর+ জঙ্গ- পীরজঙ্গী
ঢাকার এক মাজারের নাম পীরজঙ্গী মাজার৷
পীর জঙ্গী হয়ে ছিলেন!
জঙ্গী কি পীর হয়!
বাংলাদেশে কি জঙ্গী এই পীরজঙ্গী থেকে এসেছে?
দেশে তাহলে অনেক আগেও জঙ্গী ছিলো?
পীরজঙ্গী মাজারের কাছে আইডিয়াল স্কুল!
জঙ্গী ছব মুর্দাবাদ
ইসলামে জঙ্গী নেই
মাদরাসায় পীরজঙ্গী নেই৷

অণুচিন্তা

দীন ও দুনিয়াকে যারা পৃথক করে তারা সভ্যতার নির্মাণ করতে পারবে না৷ যে শিক্ষা দীন ও দুনিয়ার পৃথকতার কথা বলে সেটি ধর্মনিরেপেক্ষ শিক্ষা হতে পারে সেটি ইসলামী শিক্ষা নয়৷
ইসলাম দীন ও দুনিয়ার কথা বলে৷
ইসলামে ধর্মনিরপেক্ষতা নেই৷
সাহাবায়ে কেরাম দীন ও দুনিয়ার চেতনা নিয়ে বিশ্ব জয় করেছেন৷ দুনিয়া আখেরাতের শষ্যক্ষেত্র হলে এই দুনিয়া ভালো কাজের বীজ বপন করতে হবে৷ দুনিয়ার সাগর ছাড়া আখেরাতের নৌকা চলবে কীভাবে? সাগর ও নৌকা উভয়টার প্রয়োজন গন্তব্যে যাবার জন্য৷ আমাদের চুড়ান্ত গন্তব্য আখেরাত৷
25/2/2016
বৃহস্পতিবার
সকাল

অণুচিন্তা

পৃথিবীকে মানবাধিকার উপহার দিয়েছে ইসলাম এবং ইসলাম৷
ধর্মহীনরা মানবাধিকারের কথা বলে মানবাধিকারকে পদপিষ্ট করছে পৃথিবীতে৷
ইসলামেই মানবাধিকারের গ্যারান্টি৷
ইসলাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয়৷
মর্যদার সর্বোচ্চ স্তর তাকওয়ার ভিত্তিতে৷

অণুচিন্তা

সবর ও উত্তম আখলাক একটি শক্তি
তোমার চিন্তার বিরোধীতা করে তাহারা৷
তোমার পরিকল্পনার বিরোধীতা করে তাহারা৷
তুমি বিরোধীতা করতে দাও এবং সবর করো৷
সবর ও উত্তম আখলাক একটি শক্তি৷
সেই শক্তিতে সেই বিরোধীরা পরাজিত হবে বা থেম যাবে৷

অণুচিন্তা

জীবন্ত মসজিদ
শীত মৌসুমের মাহফিল শেষ প্রায়৷
শুরু বসন্ত৷
মসজিদে মসজিদে কুরআন শিক্ষা হাদীস শিক্ষা মাসাইল শিক্ষা এবং তাফসীরুল কুরআনের দরসের বসন্ত শুরু করা যেতে পারে৷
উলমা মাশায়খ পরিচালনা করবেন কুরআনের বসন্ত৷
শুধু মাহফিল যথেষ্ট নয়৷ মসজিদকে জীবন্ত করতে হলে কুরআনের বসন্তের আয়োজন করতে হবে৷
শুধু তাবলিগের তালীমও যথেষ্ট নয়৷ তবে সেটিও প্রয়োজন৷
কুরআনের দরস হোক দলীয় সংকীর্ণতামুক্ত৷
লেখক: লাব্বি আব্দুলাহ
ফেজবুক আমাদের পেইজ
0 মন্তব্য(গুলি)

অণু চিন্তা

Related image




অণু চিন্তা

ব্যাঙের ছাতা
এবং কওমী মাদরাসা…
ব্যাঙের ছাতা চক্ষু রোগীর জন্য উপকারী৷
ব্যাঙের ছাতা এখন কম৷
ব্যাঙের ছাতা মাশরুম৷
দেশে ব্যাঙের ছাতা মাশরুমের চাষ বেশি হোক৷
খাদ্যে ব্যাঙের ছাতা মাশরুম থাকতে পারে৷
মাশরুম ও ব্যাঙের ছাতা
খেতে অনেক মজা৷ উপকারী দেশীয় সম্পদ৷
রফতানিযোগ্য ব্যাঙের ছাতা৷ এই ছাতায় আনে জীবনে শীতলতা৷ ছাতা বৃষ্টিতে কাজে লাগে৷ ব্যাঙের ছাতা দেখতেও সাদা৷
কওমী মাদরাসা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, সুনাগরিক গড়ার ঠিকানা৷
সমাজের শান্তির ব্যালেন্স হলো কওমী মাদরাসা৷

অণুচিন্তা

আযান, তাবলীগ, মাহফিল, হজ ও মাদরাসা নিয়ে যারা বাজে মন্তব্য করে তারা দেশে বিশৃংখলার পায়তারা করে৷
তারাই মূলত জঙ্গী ও সন্ত্রাসীর ভূমিকায়৷
তাদের বিরুদ্ধে প্রতিবাদ শুধু ইসলামী দলগুলোর জিম্মাদারি নয়৷
যারা ধর্মের নামে বা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদেরও কথা বলতে হবে৷
এই প্রতিবাদের দায়িত্ব শুধু কওমী মাদরাসার নয়৷
আওয়ামী লীগ, বি এন পি জাতীয় পার্টির লোকদেরও কথা বলতে হবে কারন ভোটের আগে টুপি তারাও পড়ে এবং আযান শুনে মসজিদে যায়৷ হজে যায়৷ মাহফিলে যায়৷ তাবলীগের দুআয় যায়৷
যারা মুসলিম কালচারের বিরুদ্ধে কথা বলে তারা দেশের প্রকৃত শত্রু৷
কথার প্রতিবাদ কথায়৷ লেখার প্রতিবাদ লেখায়৷
যুক্তির প্রতিবাদে যুক্তি৷
সব কিছুতে রাজ পথে আন্দোলন নয়৷
দল থেকে ইসলাম বড়
যারা এটি মনে না করেন তাদের টুপি পরিধানে লাভ কী?
কী লাভ মসজিদে গিয়ে বা হজ উমরা করে?

অণুচিন্তা

সভ্যতার অসভ্যতা
দীন পরিপূর্ণ৷ দীন পূর্নাঙ্গ৷ দীন জীবনব্যাপী৷
দীন ইসলাম স্বভাব ধর্ম৷ ফিতরাত৷ প্রকৃতির ধর্ম ইসলাম৷ ইসলাম জীবনকে সাজিয়ে দেয় সুশৃংখল করে৷ ইসলাম শান্তির বার্তাবাহক৷ ইসলাম সার্বজনীন৷ সাম্প্রদায়িক সংকীর্নতা নেই৷ দেশীয় সীমানার দ্বারাও সংকীর্ণ নয়৷ ইসলাম সীমানা পেরিয়ে বিশ্বময়৷ সময়ের সংকীর্ণ সীমানাও নেই ইসলামের৷ ইসলাম সর্বশেষ আসমানী নির্দেশনা৷
এই দীন শিক্ষার কেন্দ্র মাদরাসা৷ মাদরাসার ঐতিহ্য চৌদ্দ শত বছরের৷ মাদরাসার ইতিহাস ইসলামের শুরু দিন থেকে৷ মাদরাসার প্রথম ইকরা৷ মাদরাসার শুরু হেরা, মাদরাসার শুরু দারে আরকাম, মাদরাসার অভিযাত্রা সুফফা৷
মাদরাসার ঐতিহ্য বাগদাদে, স্পেনে৷ মাদরাসার ঐতিহ্য দিল্লি৷ মাদরাসার ঐতিহ্য দেওবন্দ থেকে হাটহাজারী৷
সাড়ে চৌদ্দ শত বছরে মাদরাসায় কোনো সন্ত্রাস হয় নি৷ সন্ত্রাসের কেউ অভিযোগ করে নি এ সময়ের মতো৷ ইউরোপ স্পেনের মাদরাসার ছাত্র৷ পশ্চিমারা কী জানে মাদরাসার ইতিহাস ঐতিহ্য?
যারা মাদরাসার সাথে সন্ত্রাসের সংযোগ করে তারা শতাব্দীর সেরা বোকা, মুর্খ ও জ্ঞানপাপী৷
যেখানে কুরআন হাদীসের আলো থাকে সন্ত্রাসের অন্ধকার থারতে পারে না৷
আধুনিক সভ্যতার অসভ্যতা হলো মাদরাসাকে সন্ত্রাসের কারখানা মনে করা, অভিযোগ করা৷
মাদরাসা শান্তিবাদী মানুষ তৈয়রির কারখানা৷
যারা মাদরাসাকে ক্ষতির চিন্তা করে তাদের ক্ষমতা ফেরাউনের মতো নিমজ্জিত হবে৷ নমরুদের দশা হবে পরিনামে৷ মাশা প্রবিষ্ট হবে মাথায়৷ যে সকল বুদ্ধিজীবীরা মাদরাসা নিয়ে বাজে কথা বলে মরার সময় গোপনে সেই হুজুরদের দুআ নিতে আসে৷
কথিত সন্ত্রাসীদের ইমামতিতেই তাদের জানাযা হয়!

অণুচিন্তা

আধুনিক যুগে ইসলামী চিন্তা বিকাশের জন্য প্রয়োজন স্বাধীন ভূখন্ড৷ ইসলামকে বাস্তবায়িত করতে প্রয়োজন স্বাধীন ভূমি৷
মুসলিম জাহানের অধিকাংশ দেশ বাহ্যিক স্বাধীন হলেও ইহুদী নাসারাদের চিন্তায় পরিচালিত৷ পরাধীন পরক্ষভাবে৷ মুসলিম দেশগুলো মনে হয় ঔপনিবেশিক যুগেই এখনও৷
মুসলিম জাহান নব্য আগ্রাসনের শিকার৷ এই আগ্রাসন চৈন্তিক ও কালচারের৷ এই আগ্রাসন অর্থনৈতিক ও সামাজিক৷ এই আগ্রাসন সাংস্কিতিক৷ এই আগ্রাসন প্রকাশ্যে ও গোপনে৷
মুসলিম নামাযে তিলাওয়াত করে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালদ দাল্লিীন কিন্তু নামাযের বাইরে চলনে বলেনে প্রেম মাগদুব ও দাল্লিীনের সাথে৷ গভীর প্রেম৷
একজন মুসলিমকে চিন্তার সীমানা রক্ষার স্বার্থেই দেশের সীমানা রক্ষা করতে হবে৷ আকাশ সীমাও রক্ষা করতে হবে৷ জল সীমাও রক্ষা করতে হবে৷
ঈমান ও আমল হিফাজতের স্বার্থেই দেশের সীমানা রক্ষা করতে হবে৷ এই সীমানাকে ভালোবাসতে হবে৷
যাদের দেশপ্রেম নেই তারা বিশ্বাসের সীমানাও রক্ষা করতে পারবে না এ যুগে৷ তবে সংকীর্ণ জাতীয়বাদে বিশ্বাসী নয়;
মুসলিমরা উম্মাহর চেতনায় বিশ্বাসী৷
মুসলিম উম্মাহর সকল দেশই নিজের দেশ৷
5/2/2016
জুমাবার
সন্ধ্যা
অবকাশ, ময়মনসিংহ
লেখক: লাব্বি আব্দুল্লাহ
আমাদের ফেজবুক পেইজ

0 মন্তব্য(গুলি)

অণুচিন্তা


Image result for অনুচিন্তা

অণুচিন্তা

ফাতাযিলিল ফিরাক…ফিরকা থেকে দূরে
ইসলামের নামে অতীতে এতো দল কোথাও গঠন করা হয় নি৷
আধুনিক যুগে ইসলামের নাম ব্যবহার করে নানা বিষয়ে দল গঠন করা হচ্ছে৷
এই ফিরকা ও দল করছে-
কেউ আকীদার কথা বলে৷
কেউ জেহাদের কথা বলে৷
কেউ সিয়াসত ও রাজনীতির কথা বলে৷
কেউ মাযহাব মানা না মানা নিয়ে৷
এই দলগুলো পাল্টাপাল্টি দলিল দিচ্ছে একে অপরের বিরুদ্ধে৷
বাহাস স্টেজ থেকে অনলাইনে৷
এই দলাদলি উপমহাদেশেও এবং বাইরের দেশেও৷
এই ফিরকাহ আন্তর্জাতিক রুপ নিয়েছে৷
শিক্ষা ও পজেটিব কাজ যাদের মিশন ছিলো৷ যাদের মিশন ছিলো দাওয়াহ বিশ্বময় তাদের সবচে বেশী শক্তি খরচ হচ্ছে ছোট বিষেয়ে তর্কবিতর্ক করা৷ ইখতিলাফকে মুখালিফাতে রুপ দেওয়া৷ চরম পর্যায়ের বাড়াবাড়িকে দীনের খিদমতে চালিয়ে দিচ্ছে৷ বিধর্মীদের পাতা ফাঁদে জড়িয়ে যাচ্ছে৷ সময় ব্যয় করছে অর্থহীন কাজে বা কম গুরুত্বপূর্ণ কাজে৷
এই ফিরকাবাজি ও দলাদলি অতীতে দেশের ভেতর সীমিত থাকলেও অনলাইনের কারনে আন্তর্জাতিক ফেরকাবাজিতে রুপ নিচ্ছে৷
লাভমান কে হচ্ছে?
ফেরকা দল নিজের সংগঠনের চে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিশ্বজনীন দাওয়াত, সীরাতের বিশ্বায়ণ করতে পারলে উম্মাহ সঠিক পথে থাকবে৷ অমুসলিমরা প্রবিষ্ট হবে ইসলামে৷ ইসলামের ছায়ায় আশ্রয় নেবে হতাশার সাগরে নিমজ্জিত বিশ্ব৷
আকীদা ও মাযহাব দরসের বিষয়৷ চিন্তার বৈচিত্র৷ চিন্তার পরিধির প্রসস্ততা৷ আকীদা ও মাযহাব বিজ্ঞ আলেমদের বিষয়৷ মিডিয়ায় এইসব নিয়ে মাতামাতি ধর্মীয় উন্মাদনা ছড়াবে৷ এবং ধবংসের পথে এগুবো উম্মাহ৷ সংঘাত হবে অনিবার্য৷ তাকফির গ্রুপে রুপ নেবে৷
চার মাযহার চিন্তার বৈচিত্র৷ চিন্তার পাঠশালা৷ স্কুল অভ থট৷
এর বিরুদ্ধে যারা কথা বলে তারা উম্মাহর দুশমন৷ এ নিয়ে যারা বাড়াবাড়ি করে তারাও ইসলামের মেজায বুঝে নি৷
কুরআন ও সুন্নাহর কথাই বলে চার মাযহাব৷
তবে আধুনিক যুগেও ইজতেহাদের সুযোগ আছে যদি শর্ত পাওয়া যায় ইজতেহাদের৷ আরবীতে পান্ডিত্য ছাড়া ইজতেহাদের উসূল ও মূলনীতি এবং কুরআন হাদীসের গভীর জ্ঞান ছাড়া ইজতেহাদ করতে গেলে সেটি হবে বিভ্রান্তি৷ আধুনিক যুগে তাই হচ্ছে৷
ফিতনার যুগে সকল ফেরকাকে বর্জন করতে বলা হয়েছে হাদীসে৷
ফাতাযিলিল ফিরাক…
বিষয়টি চিন্তার৷ ভাবনার৷
6/1/16
বুধবার
মাদরাসা ইবন খালদুন
ময়মনসিংহ

অণুচিন্তা

ওয়াজ মাহফিলে কিছু বক্তা বাংলা ভাষার বিকৃতি করছেন৷ অশুদ্ধ উচ্চারণ, সুরেলাকণ্ঠে বিকৃত আওয়াজ, অর্থহীন চিৎকার এবং ধমক দিয়ে ভাষার সৌন্দর্য নষ্ট করছেন৷
ওয়াজ নসীহতের নববী উসলুব, নববী স্টাইল অনুসরণ করলে বাংলা ভাষা বিকৃতি থেকে রক্ষা পাবে৷ শ্রোুতাগন লাভমান হবেন বেশী এবং অধিক উপকৃত হবেন৷
কেউ ব্যথিত হলে দুঃখিত, আফওয়ান৷

অণুচিন্তা

জুমাবার সকালে ঘুমের চেষ্টা করছি৷ ঘুমানোর আগে কিছু লেখা ও কিছু পড়ারও চেষ্টা করছি৷ মোবাইলে কল করলেন একজন৷ বিরক্তিকর সকালের ফোন৷
বাচ্চাকে বললাম,
বলে দাও আব্বু ঘুমাচ্ছেন৷
সাড়ে পাঁচ বছরের বাচ্চা নাবীলা বলল,
কেন আব্বু? তুমি লিখতাছ না!
বললাম
হ্যা, লিখছি এবং ঘুমাচ্ছি৷
বাচ্চাদের কাছে যথা কথা বলতে হয়৷

অণুচিন্তা

টাকা যার
মাতাব্বরি তার
মাদরাসা প্রতিষ্ঠা করা এ যুগের বড় সংগ্রাম৷ কওমী মাদরাসা প্রতিষ্ঠা যারা করেন সেই মাদরাসায় প্রতিষ্ঠাতাকে বাদ দেওয়া হয়৷
বের করা হয় নানা অপকৌশলে৷
বহুমুখী কারণের একটি হলো, মাদরাসা যিনি প্রতিষ্ঠা করেন তিনি অর্থনীতির দায়িত্ব দেন কমিটির কাছে৷ নিজে হিসাব বুঝেন কম৷ অআলেমগন যখন দেখেন মাদরাসায় গায়েবী সাহায্য আসে তখন তাহারা আলেমদের বেতন কম দেন এবং প্রতিষ্ঠাতাকে চাপে রাখেন৷
সূত্র হলো,
টাকা যার
মাতাব্বরি তার ৷
টাকা কালেকশন করেন মুহতামিম, মাতাব্বরি করে সল্প শিক্ষিত কমিটি৷ সেই কমিটির সভাপতি সেক্রেটারি নিয়োগ করেন মুহতামি বা প্রতিষ্ঠাতা নিজেই৷
এই উদারতার ফলাফল মুহতামিম বা প্রতিষ্ঠাতাকে বাদ দেওয়া হয় কোনো এক সময়৷
মাদরাসা করার পর ক্ষমতা দীনদারদের হাতে রাখতে হবে৷
যারা রাজনীতি করে তাঁদের আমানদারি কম৷
মাদরাসা নিয়ে নানা রাজনীতি করেন তাহারা৷
কমিটির শূরার সবাই আলেম হোক বা সুন্নতি লেবাসের লোক হোক মাদরাসার৷ এবং কমিটি গঠনে বেশী উদার না হওয়া ভালো৷ এই সমাজ উদারতাকে দুর্বলতা মনে করা হয়৷
হুজুর গ্রুপ বেশী উদার৷

লেখক: লাব্বি আব্দুল্লাহ
ফেজবুক আমাদের পেইজ

0 মন্তব্য(গুলি)

অণুচিন্তা

Image result for অনুচিন্তা

 অণুচিন্তা

ডেমোক্রেসি এন্ড ইসলাম
ডেমোক্রেসি একটি আধুনিক বিশ্বধর্ম৷
দীন ইসলামের কোনো বিধান ডেমোক্রেসি বাস্তবায় করতে দেবে না৷
ইসলামপন্থীদের জাতিসংঘের চার্টার পড়া প্রয়োজন৷
অণুচিন্তা
কওমী মাদরাসার শিক্ষাবোর্ডগুলোকে কাছাকাছি করতে এবং অভিন্ন সিলেবাসে পরীক্ষা নিতে এবং সনদের স্বীকৃতি নেওয়া না নেওয়ার প্রশ্নে কওমী মাদরাসার ফারেগ ও যুগ সচেতন তরুণ আলেমদের একটি টিম যদি বাস্তবধর্মী পদক্ষেপ নিতেন তাহলে অনেক সমস্যার সমাধান হতো৷
এই টিমে কে কে থাকতে পারেন?
টিমের সদস্যবৃন্দ দরদ নিয়ে বোর্ডগুলোর কর্তপক্ষের সঙ্গে মতবিনময় করে ঐক্যবদ্ধের পদক্ষেপের আবেদন করবেন৷...
অণুচিন্তা
ডেমোক্রেসি এন্ড ইসলাম
ডেমোক্রেসি একটি আধুনিক বিশ্বধর্ম৷
দীন ইসলামের কোনো বিধান ডেমোক্রেসি বাস্তবায় করতে দেবে না৷
ইসলামপন্থীদের জাতিসংঘের চার্টার পড়া প্রয়োজন৷
অণুচিন্তা
কওমী মাদরাসার শিক্ষাবোর্ডগুলোকে কাছাকাছি করতে এবং অভিন্ন সিলেবাসে পরীক্ষা নিতে এবং সনদের স্বীকৃতি নেওয়া না নেওয়ার প্রশ্নে কওমী মাদরাসার ফারেগ ও যুগ সচেতন তরুণ আলেমদের একটি টিম যদি বাস্তবধর্মী পদক্ষেপ নিতেন তাহলে অনেক সমস্যার সমাধান হতো৷
এই টিমে কে কে থাকতে পারেন?
টিমের সদস্যবৃন্দ দরদ নিয়ে বোর্ডগুলোর কর্তপক্ষের সঙ্গে মতবিনময় করে ঐক্যবদ্ধের পদক্ষেপের আবেদন করবেন৷
এই টিমের সদস্য হতে পারেন এগারো (১১) জন৷
অণুচিন্তা
কান্ডারি হুশিয়ার:
কওমীর সনদের সরকারি স্বীকৃতিকামীদের দরবারে
দেওবন্দের উসুলে হাশতগানা আট মূলনীতির ৭ নং মূলনীতি হলো,
سرکاری شرکت اور امراء کی شرکت بہی زیادہ مضر معلوم ہوتی ہے
সরকারি ও ধনাঢ্যদের অংশ গ্রহন ও সংশ্লিষ্টতা মাদরাসার জন্য অত্যন্ত ক্ষতিকর মনে হয়"৷
( দারুল উলুম দেওবন্দের প্রতিষ্টাতা আল্লামা কাসেম নানুতুবি রহ)
কওমী মাদরাসার হে কান্ডারিগন, সনদের সরকারি স্বীকৃতি নেওয়ার সময় দেওবন্দের এই উসুল যেনো মনে রাখেন আপনারা৷
দেওবন্দী দাবি করলে উসুলও মানতে হবে৷
অণুচিন্তা
বদলে যাবে কওমী মাদরাসা…
কওমী মাদরাসাগুলোর উদ্দেশ্য কী?
কওমী মাদরাসার সনদের সরকারি স্বীকৃতির উদ্দেশ্য কী?
এই বিষয়গুলো আরও ক্লিয়ার হওয়া সময়ের দাবি৷
স্বীকৃত সনদে যদি কাজিগিরি, ইমামতি ও মৌলভী স্যারের সুযোগ করে দেওয়া হয় তাহলে এই স্বীকৃতি কি সম্মানজনক?
প্রচলিত সনদের এম এ বা একটি স্তরে এস এস সি মানের সমমানের স্বীকৃতি দেওয়া হলে আমাদের সিলেবাস কি যথেষ্ট?
বদলে যাবে কওমী
বদলে যাবে সিলেবাস৷
তখন তো আবার হালাক হালাক বলবো না আমরা?
অণুচিন্তা
যারা আরবী ভাষার রুপ রস শেকড় জানে না৷ বাংলা বা উর্দু বা ইংরেজি মাধ্যেম শরীয়াত চর্চা করে৷ গবেষণা করে৷ যারা বাংলা বোখারী পড়ে তাদের কোনো অধিকার নেই শরীয়াহ, মাযহাব মানা না মানা নিয়ে কথা বলা৷
বাংলায় অনূদিত হাদীস কি হাদীস?
বাংলায় অনূদিত কুরআন তরজমা কি কুরআন?
যারা শরীয়া নিয়ে কথা বলতে চায় সবার আগে আরবীতে পন্ডিত হতে হবে৷ জানতে হবে উসূল ও মূলনীতি৷ জানতে হবে উসুলে তাফসীর, উসুলে হাদীস ও উসূলে ফিকহ৷
যারা উসূল ও মাকাসিদুশ শরীয়াহ না জেনে কথা বলে তারা ফিতনাবাজ৷

লেখক: লাব্বি আব্দুল্লাহ
আমাদের ফেজবুক পেইজ



0 মন্তব্য(গুলি)

শিক্ষকের ঝুলি

Image result for শিক্ষকের ঝুলি





শিক্ষকের ঝুলি
এ যুগের ছাত্ররা শিক্ষকদের বিশ্বাস কম করে৷
উপকার করলেও তারা এই উপকারের গভীরতা বুঝতে পারে না৷
মূল্যায়ণ করে না৷
শিক্ষককে আগের মতো মর্যদা দেয় না৷
হতে পারে শিক্ষকও ছাত্রদেরকে সন্তানতুল্য মনে করেন না৷
মমতার পরশ বিলাতে কমতি করেন৷
তবে আদর্শ শিক্ষকগনও ছাত্রের কাছে অবমূল্যায়িত৷
ক্রমশ অবনতি হচ্ছে ছাত্র শিক্ষকের অকৃত্রমি সম্পর্ক৷
আমার দুই যুগের শিক্ষকতায় কত কিছু দেখছি!
মন চায় অন্য পেশায় সময় দিতে৷
কিন্তু…


আমাদের ফেজবুক পেইজ
0 মন্তব্য(গুলি)
 
Copyright © 2014. আমাদের লেখা - All Rights Reserved
Template Created by Mony pabna