print this page

কবিতার ঝুড়ি

Image result for কবিতার ঝুড়ি

কবিতার ঝুড়ি

কবিতা তুমি থাক মনের গহিনে তুমার ছোয়াঁ ধন্য আমরা সবই। তুমি মোর জীবনের ভাবনা তুমি মোর জীবনের সাধনা। তুমি যদি মনের গহিনে না থাকিতে তাহলে এতো কবিতা কোথা থেকে আসত বেসে। তুমি হলে কবিতার ঝুড়ি তুমি মোর আমার স্বপ্ন। তুমি মোর জীবনের চলার সাথী। তুমার কথা ভাবি আমি  প্রতি রুজ সকাল থেকে সন্ধা। তুমি একটু  শুধা দাও আমাকে আমি যেন তুমায় নিয়ে লেখতে পারি। তুমি মোর কতই না ধ্যন তুমায় নিয়ে কবি লেখে কবিতা। তুমায় নিয়ে স্বপ্ন দেখে ধন্য আমারা সবই।






0 মন্তব্য(গুলি)

জীবন

Image result for জীবন






জীবন 

কারো কিছু পাওয়ার আনন্দ।
আবার কারো কিছু না পাওয়ার,
বেদনা এই দুয়ে মিলে মানুষের জীবন গঠন।
করেছেন উপর ওয়ালা।
যে পাই তাহার অহংকার জম্ম নেই,
আর যে পাই না তাহার কষ্ট জম্ম নেই। 

0 মন্তব্য(গুলি)
 
Copyright © 2014. আমাদের লেখা - All Rights Reserved
Template Created by Mony pabna