
অনুচিন্তা
আজ এতো রাত হয়ে যাচ্ছে তাও চোখে ঘুম নেই। আমার একটাই চিন্তা সময় চলে যাচ্ছে সময়ের সঠিক সময় দিতে পারছি কি? এবং যে সময় আমার জীবন থেকে চলে যাচ্ছে তা আর কোন দিন ফিরে আসবে কি? তা নিয়ে চিন্তা করছি আর কেনই বা আমরা সময়ের জন্য অপেক্ষায় থাকি সময় তো আমাদের জন্য এক সেকেন্ড অপেক্ষা করে না। আজ থেকে শপদ নিচ্ছি আর করব না সময়ের অপচয় । সময়ের সঠিক মূল দিব। এক সময় ছিলাম ছোট আজ হয়েছি বড় এই ভাবেই প্রতিটি অমূলবান সময় আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে। এবং নিবেই আর আমরা আম্মকের মত হয়ে তা দেখছি। আর কত দিন এইভাবে দেখে যাব।
একটি মন্তব্য পোস্ট করুন